হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা

হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা
হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা

আরাফাতের ময়দানে সমবেত হয়ে আল্লাহ তা‘আলার দরবারে উপস্থিতি জানান দিচ্ছেন হাজিরা। শনিবার (১৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন তারা। হাজিরা এখানে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। রোববার আবার মিনায় ফিরে পশু কোরবানি করবেন।আলাফাত ময়দানে হাজির হয়ে হাজিরা দুহাত তুলে মহান রবের কাছে জানান সারা জীবনের পাপ মোচনের নিবেদন।

আরাফাতের ময়দানের পাশে অবস্থিত মসজিদে নামিরায় হজের খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ মাহের বিন হামাদ বিন মুহাম্মাদ বিন আল-মুয়াইকিলি। তিনি ফিলস্তিনিদের মুক্তিসহ গোটা মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। এছাড়া হজের খুতবায় ড. শেখ মাহের বিন হামাদ বিন মুহাম্মাদ বিন আল-মুয়াইকিলি মুসলিম উম্মাহর জন্য দোয়া করাসহ কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন।

আরাফাতের ময়দান হারাম এলাকার সীমানার বাইরে অবস্থিত। মসজিদুল হারাম থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত আরাফাতের ময়দান। এ ময়দানের প্রান্তে দাঁড়িয়েই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাহ ছাড়া আর কোনো দিবস নেই; যেদিন আল্লাহ তার সবচেয়ে বেশি সংখ্যক বান্দাহকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং বান্দাদের সন্নিকটে চলে আসেন।হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাহ ছাড়া আর কোনো দিবস নেই; যেদিন আল্লাহ তার সবচেয়ে বেশি সংখ্যক বান্দাহকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং বান্দাদের সন্নিকটে চলে আসেন।সূর্য পশ্চিম আকাশে হেলে গেলে অত্যন্ত বিনয়ী ও তাকওয়ার সাথে আল্লাহর কাছে দোয়া করেন হাজিরা। এ দোয়ার গুরুত্ব অপরিসীম, এ জন্যই আরাফাতে আসেন তারা।

কেবলার দিকে মুখ করে দুই হাত উচুঁ করে চোখের পানি বিসর্জন দিয়ে হৃদয়ের অন্তস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা চান, দয়া কামনা করেন ও মনের আকাঙ্ক্ষা আল্লাহ তা‘আলার কাছে প্রকাশ করেন। ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পর থেকে আরাফাতে অবস্থানের প্রকৃত সময় শুরু হয়। আরাফাতের ময়দানে মধ্যপ্রহর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। আর তার সময় শেষ হয় আরাফাহর দিবাগত রাতের শেষে দশ তারিখের সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত।

আরাফাতের ময়দানে সূর্যাস্তের পর লাল-হলুদ আভা বিলীন হওয়া পর্যন্ত ধীরস্থির অবস্থান করতে হয় এবং মাগরিবের আজানের পর সালাত আদায় না করেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হতে হয়। হাজিরা মাগরিব ও এশার নামাজ আদায় করেন মুজদালিফায় গিয়ে

  • সর্বশেষ

সরে গেছে মিয়ানমারের যুদ্ধজাহাজ, বিস্ফোরণের শব্দও আসছে না
১৫ - জুন, ২০২৪

ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক মূল্যায়নে নতুন নির্দেশনা
১৫ - জুন, ২০২৪

হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা
১৫ - জুন, ২০২৪

ফেসবুক পেজ ফেরত পেল ছাত্রলীগ
১৫ - জুন, ২০২৪

দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে
০৮ - জুন, ২০২৪

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের মিলবে টানা পাঁচ দিনের ছুটি
০৮ - জুন, ২০২৪

১৭ জুন ঈদুল আজহা
০৮ - জুন, ২০২৪

বৃহস্পতিবার ০৬ জুন ২০২৪ বিকেলে জাতীয় অর্থবছরের বাজেট পেশ
০৭ - জুন, ২০২৪

ঈদে আটকে যাচ্ছে শাকিবের ‘তুফান’!
০৫ - জুন, ২০২৪

বর্তমান সরকারের লক্ষ্য হলো সুষম উন্নয়ন নিশ্চিত করা
০৫ - জুন, ২০২৪

১০