আবারও ইউরোপে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমন গুঞ্জন এখন মধ্য প্রাচ্যের গণমাধ্যমে। নতুন রেকর্ড গড়ে বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হওয়ার পর রোনালদোকে দলে পেতে আগ্রহ জানিয়েছেন বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসো। তাই আসন্ন দল বদলে বুন্দেসলিগার দলটার রাডারে সিআরসেভেন।
ক্রিস্টিয়ানো রোনালদো আর উয়েফা চ্যাম্পিয়ন্সলিগ যেন একই সূত্রে গাঁথা। ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ মহাতারকা। ফুটবলে ইউরোপের পাঠ চুকিয়ে এখন সৌদির মাঠ মাতাচ্ছেন সিআরসেভেন। তবুও চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আবারও আলোচনায় তিনি। এবার মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যমে গুঞ্জন মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ আবারো ফিরছেন ইউরোপ ক্লাব সেরার মঞ্চে।
চলতি মৌসুমে রোমাকে হারিয়ে টানা ৪৯ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপা লিগের ফাইনালে জাবি আলোনসোর দল। বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে বুন্দেসলিগার শিরোপাও জিতেছে লেভারকুসেন। দলের এমন সাফল্য ছাপিয়ে নতুন করে আলোচনায় তারা।
রিয়াল মাদ্রিদে একই সঙ্গে মাঠ মাতিয়েছেন রোনালদো ও লেভারকুসেন কোচ জাভি। সাবেক সতীর্থকে এবার নিজ দলে পাওয়ার আগ্রহ দেখিয়েছেন এই স্প্যানিশ কোচ। তাই পর্তুগিজ তারকাকে আবারও ইউরোপে ফেরানোর চেষ্টায় লেভারকুসেন। ইতোমধ্যে ক্লাবের পক্ষ থেকেও নাকি রোনালদোর সঙ্গে আলোচনা করা হয়েছে। এমন তথ্য জানিয়েছে সৌদি আরবের একটি সংবাদ মাধ্যম। তাই আসন্ন দলবদলের মৌসুমেই রোনালদোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে বুন্দেসলিগার দলটি। এমন গুঞ্জন ডালপালা মেলেছে।
তবে ৫ বারের ব্যলন ডি'অর জয়ীকে এত সহজেই পাচ্ছেন না লেভারকুসেন তা বলার অপেক্ষা রাখে না। অনেক তিক্ততা নিয়েই এক প্রকার বাধ্য হয়েই মধ্যপ্রাচ্যে পাড়ি জমান তিনি। তখন খুব একটা ভালো সময়টা কাটেনি রোনালদোর। বিশ্বকাপে ভালো ফর্মে থেকেও জাতীয় দলে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল সিআরসেভেনকে। ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেও সেখানেও থিতু হতে পারনি রোনালদো। কোচের সঙ্গে দ্বন্দ্ব জড়িয়ে পাড়ি দিতে হয়েছে সৌদি আরবে।
ইউরোপ মাতিয়ে এখন সৌদি প্রো লিগেও দুর্দন্ত পারফরম্যান্স করে দলকে জয়ে এনে দিচ্ছেন সিআরসেভেন। করছেন একের পর এক হ্যাটট্রিকও। এখন পর্যন্ত লিগে ৪৪ ম্যাচ খেলে ৪৭ গোল করেছেন তিনি। তবে আগামী বছর আল নাসরের সঙ্গে চুক্তি শেষ হবে রোনালদোর। তাই তার ইউরোপে ফেরা গুঞ্জনও জোরালো হচ্ছে।
তবে রোনালদো ইউরোপে ফিরবেন কিনা তা এখনও অনিশ্চিত। সিআরসেভেন যেভাবে সৌদি প্রো লিগের মান নিয়ে প্রচার চালাচ্ছেন। তাতে খুব সহজেই পর্তুগিজ তারকাকে পাওয়া যাবে না, তা বলাই যায়। তবে যদি ৫ বারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে আবারও ইউরোপে ফেরাতে পারে লেভারকুসেন, তাহলে তা হবে দলবদলের মৌসুমে বিগ ট্রান্সফার।