ভারতের লোকসভা নির্বাচনের শুরু থেকেই অনেকে দাবি করছিলেন, এবারও বড় জয় পাবে ক্ষমতাসীন বিজেপি। এমনকি ভোটের পর বুথফেরত জরিপেও মেলে একই আভাস। তবে মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে টক্কর দিচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। আর এতেই ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় স্টক মার্কেট এ পর্যন্ত ৬ হাজার পয়েন্ট হারিয়েছে।
স্থানীয় সময় দুপুর সোয়া ১২টা পর্যন্ত বিএসই (বোম্বে স্টক এক্সচেঞ্জ) সেনসেক্স ৬.৭১ শতাংশ বা ৫ হাজার ৬০২ পয়েন্ট কমে ৭১ হাজারে নেমেছে, যেখানে এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটি ৫০ একই সময়ের মধ্যে ৬.৮৯ শতাংশ বা ১ হাজার ৬৩৪ পয়েন্ট নিচে ছিল।
এনডিটিভি বলছে, করোনা মহামারি শুরুর পর এটি ভারতীয় বাজারে একদিনের সবচেয়ে বড় পতন।
এদিকে দুপুর ১২টার দিকে ইন্ডিয়া টুডের দেয়া সবশেষ গণনার ফল বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৪ আসনে এগিয়ে। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে আছে ২২৮ আসনে। বাকি ১৯ আসনে অন্য দলগুলো এগিয়ে আছে।
শনিবার লোকসভা নির্বাচনে সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণের পর থেকেই একে একে আসতে থাকে বুথফেরত জরিপের ফলাফল। প্রায় সব জরিপই বিজেপি ও এনডিএ ৩৫৯ থেকে ৩৯৫ আসনে জিততে পারে বলে পূর্বাভাস দেয়া হয়। ‘ইন্ডিয়া’ জোটকে দেয়া হয় ১২৫ থেকে ১৬১ আসন।
উল্লেখ্য, ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।